করোনা সংক্রমণ নিয়ে মধ্যে কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর জ্বর হয়েছিল, এরপর করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ হয়। মঙ্গলবার থেকে চিকিৎসা শুরু হয়েছিল। বুকের এক্স রে করা ছাড়াও আরও পরীক্ষা করা হয়। ৮৪ বছরের এই প্রতিভা কর্কট রোগে আক্রান্ত এবং যথেষ্ট সতর্কতার সাথে তাঁকে চলাফেরা করতে হয়। বুধবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি ভালো আছেন। স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। জ্বর কম, শ্বাসকষ্ট নেই। ভালোই আছেন বলে জানা গেলেও চিকিসকরা জানাচ্ছেন, বয়স হয়েছে, কাজেই আরো ৪৮ ঘন্টা সাবধানে রাখা দরকার।
إرسال تعليق
Thank You for your important feedback