বিগত আটদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাংলা চলচিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি করোনায় আক্রান্ত, পাশাপাশি তাঁর কো-মর্বিডিটি রয়েছে। কিন্তু রিল লাইফে তাঁর ‘ফেলুদা’ সিরিজগুলিতে যেভাবে তিনি দাঁতে দাঁত চেপে লড়াই চালাতেন, রিয়েল লাইফেও তেমন লড়াই চালাচ্ছেন হাসপাতালের বেডে শুয়ে। তবে সোশাল মিডিয়ায় সেসব নিয়ে ভাবল না, কেউ বা কারা তাঁর মৃত্যুর গুজব রটিয়ে দিলেন। আর তাতেই উত্তাল হয় উঠল সোশাল মিডিয়া। একাধিক পোস্টে সৌমিত্রর মৃত্যুর সংবাদ মঙ্গলবার দুপুর থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং সেটির সত্যটা যাচাই না করেই বহু মানুষ নিজের ফেসবুকের দেওয়ালে শোক বার্তা লিখতে থাকেন। মূহুর্তে সেগুলি ভাইরাল হল। এমনকি হাসপাতালের বেডে শোয়া সৌমিত্রর ছবিও ফাঁস হয়ে যায়। সেটিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এই ঘটনার পর রীতিমতো ক্ষুব্ধ অভিনেতার পরিবার।
সৌমিত্র কন্যা এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ‘আমার করোনা আক্রান্ত বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্যাকত উৎকন্ঠার মাঝে আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত, এক কথায় মন ভেঙে গেছে। আইসিইউতে চিকিত্সাধীন ওঁনার ছবি এবং মেডিক্যাল বুলেটিন কোনওরকম অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে শেয়ার করা হচ্ছে। দয়া করে ওঁনাকে একটু গোপনীয়তা এবং সম্মান দিন- এইটুকু বোধহয় ওঁনার প্রাপ্য। দয়া করে এই ধরনের ছবি অথবা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন’। উল্লেখ্য, গত ৫ অক্টোবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলেও এখন কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর দ্বিতীয়বার প্লাজমা থেরাপি হয়েছে। তাঁর মেয়ের দাবি, অভিনেতার বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছে। এক শতাংশ হলেও তাঁর উন্নতি হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback