ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান ভারতীয় ক্রিকেটের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বাম জামানার মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র, বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্যের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। সেই অশোকবাবু এবার লেখক তাঁর একটি বই প্রকাশিত হবে পুজোর আগে, উদ্বোধক সৌরভ। CN ওয়েব পোর্টালকে অশোকবাবু জানালেন, তার এই বইয়ের মূল প্রতিপাদ্য 'করোনা পূর্ব করোনা উত্তর'। তিনি জানালেন আজই সৌরভের সাথে তাঁর কথা হয়েছে, তিনি জানিয়েছেন আরও একবার দুবাই যাচ্ছেন এবং ফিরে এসে তিনি এই বইয়ের উদ্বোধন করবেন। অশোকবাবু নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি বললেন, বিষয় সংক্রমণের নয়, অর্থনীতির। করোনার আগে কী ছিল এবং পরে কী হতে পারে। অশোকবাবু বললেন, প্রথমে সবাই ভেবেছিল শহরে এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ সবাই গ্রামে যেতে চাইছে।
إرسال تعليق
Thank You for your important feedback