উৎসবের মরশুমে ৩৯২ উৎসব স্পেশাল ট্রেন, বাংলা পেল ৩৩ জোড়া

 

আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩৯২টি উৎসব স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। প্রতিবছরই পুজোর মরশুমে স্বাড়তি ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালায় রেল। কিন্তু এবছরটা একেবারেই আলাদা, করোনার জেরে এমনিতেই বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। আনলক পর্বে আংশিকভাবে দূরপাল্লার ট্রেন চালু হলেও সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে আসন্ন উৎসবের মরশুমে বাড়তি ট্রেন কি আদৌ চালাবে রেলমন্ত্রক? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সাধারণ মানুষের মধ্যে। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর দিল রেলমন্ত্রক। বাংলার জন্য রয়েছে ৩৩ জোড়া উৎসব স্পেশাল ট্রেন। রেলের তরফে বলা হয়েছে, উত্‍‌সব মরশুমের চাহিদা পূরণেই এই সিদ্ধান্ত। রেলমন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে ট্রেনগুলির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই ট্রেনগুলিতে চড়তে হলে যাত্রীদের মূল ভাড়ার পাশাপাশি ‘বিশেষ চার্জ’ দিতে হবে। অর্থাৎ সাধারণ মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০ শতাংশ বেশি ভাড়া গুনতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের ১০ শতাংশ এবং এই হারে প্রথম শ্রেণীর যাত্রীদের সর্বোচ্চ ৩০ শতাংশ ‘বিশেষ চার্জ’ দিতে হবে। সামনেই দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি ও ছটপুজো। এই উত্‍‌সবের মরশুমে যাত্রীদের ভিড় থাকবে। সেই রাশ সামাল দিতেই এই উৎসব স্পেশাল ট্রেন বলে জানিয়েছে রেলমন্ত্রক। উল্লেখ্য, আনলক পর্বের শুরু থেকে ধাপে ধাপে এখনও পর্যন্ত ৩১০টি কোভিড স্পেশাল ট্রেন (মেল ও এক্সপ্রেস) চালাচ্ছে রেল। উৎসব স্পেশাল ট্রেনগুলির সময়সারণি রেলওয়ে জোন আলাদা আলাদা করে জানিয়ে দেবে। এর পাশাপাশি উত্তর রেলওয়ে আরও ৪০টি স্পেশাল ট্রেন চালু করতে চলেছে। এরমধ্যে রয়েছে রাজধানী, শতাব্দি ও দুরন্তর মতো ট্রেনও।  

দেখে নিন বাংলা কোন কোন ট্রেন পেল… 

শিয়ালদা-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন), শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার (প্রতিদিন), শিয়ালদা-জয়নগর (প্রতিদিন), শিয়ালদা-আজমেঢ় (প্রতিদিন), হাওড়া-পুরী (প্রতিদিন), হাওড়া-জম্মু তাওয়াই (প্রতিদিন), হাওড়া-রক্সৌল (প্রতিদিন), হাওড়া-কাঠগোদাম (প্রতিদিন), হাওড়া-রাজেন্দ্রনগর টার্মিনাল (প্রতিদিন), হাওড়া-সম্বলপুর (সাপ্তাহিক), হাওড়া-এর্নাকুলাম (সাপ্তাহিক), হাওড়া-দিঘা (প্রতিদিন), হাওড়া-রাঁচি (প্রতিদিন), হাওড়া-টাটানগর (প্রতিদিন), হাওড়া-যশবন্তপুর (প্রতিদিন), হাওড়া-পোরবন্দর (দ্বি-সাপ্তাহিক), হাওড়া-ওখা (সাপ্তাহিক), হাওড়া-কন্যাকুমারি(সাপ্তাহিক), হাওড়া-লোকমান্য তিলক টার্মিনাল (দ্বি-সাপ্তাহিক), কলকাতা-গুয়াহাটি (ত্রি-সাপ্তাহিক), কলকাতা-বিকানির (প্রতিদিন), কলকাতা-গোরখপুর (সপ্তাহে চারদিন), সাঁতরাগাছি-চেন্নাই (দ্বি-সাপ্তাহিক), সাঁতরাগাছি-পুদুচেরি (সাপ্তাহিক), সাঁতরাগাছি-পুনে (সাপ্তাহিক), সাঁতরাগাছি-পুরী (সাপ্তাহিক), শালিমার-ত্রিবান্দম (দ্বি-সাপ্তাহিক), শালিমার-গোরখপুর (সাপ্তাহিক), নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি (প্রতিদিন)।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم