করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি। গত একমাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। স্ত্রী রীতা ভিমানি ও পুত্র গৌতম ভিমানি বর্তমান। দ্য স্টেটসম্যান কাগজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিশোর ভিমানি। সবরকম খেলাতেই তিনি সংবাদিকতা করেছেন। পেয়েছেন ক্রীড়া সংবাদিকতার লাইফটাইম পুরস্কার। শুধু ক্রীড়া সাংবাদিকতাই নয়, ঔপন্যাসিক হিসেবেও কিশোর ভিমানি পাঠকদের সমাদর কুড়িয়েছেন। তাঁর শেষ প্রকাশিত উপন্যাস ‘দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান’ উচ্চ প্রশংসিত হয়েছিল।
إرسال تعليق
Thank You for your important feedback