আত্মঘাতী হামলায় আফগানিস্তানে মৃত ১৮

আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হল আফগান রাজধানী কাবুলে। জখম আরও ৫৭ জন। আফগান নিরাপত্তাবাহিনর পক্ষে জানানো হয়েছে, আরেকটি অপারেশনে মারা গিয়েছে আল কায়দার এক ওজনদার কম্যান্ডারও। পশ্চিম কাবুলের দস্ত-এ-বারচিতে একটি শিক্ষাকেন্দ্রের বাইরে এই বিস্ফোরণ হয়েছে শনিবার। আত্মঘাতী ওই জঙ্গি শিক্ষাকেন্দ্রটির ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। স্থানীয়দের মতে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। এখনও পর্য়ন্ত কোনও গোষ্ঠীই এই হামলা দায় স্বীকার করেনি। এই হামলার সঙ্গে তাদের যোগ অস্বীকার করেছে তালিবান। এর আগে ২০১৮ সালে একটি শিক্ষাকেন্দ্রে হামলায় ৩৪ জন মারা গিয়েছিলেন। আফগানিস্তানের মধ্যে সংখ্যালঘু শিয়া, শিখ, হিন্দুদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে আইএস। গত সেপ্টেম্বরে আইএসের জঙ্গিরা ২৫ জনকে খুন করার পর শয়ে শয়ে শিখ ও হিন্দু আফগানিস্তান ছেড়ে পালাতে শুরু করেছেন। শনিবারই রাস্তার পাশে রাখা বোমা ফেটে মারা গিয়েছেন ৯ জন। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم