জ্যোতিরাদিত্যের কঠিন লড়াই

ভারতবর্ষের পটভূমিতে রাজারাজরার কাহিনী দীর্ঘদিনের, সিন্ধ্বিয়া পরিবার এমনই একটি। শোনা যায় এরা আসলে নাকি মারাঠি কিন্তু ছড়িয়ে আছেন সারা ভারতে। গোয়ালিয়রে এদের রাজত্ব তাও ব্রিটিশদের সাথে সমঝোতা করেই। বিজয়রাজে সিন্ধ্বিয়া অল্পবয়সে তাঁর স্বামীকে হারান | তিনি সংঘ পরিবার ঘনিষ্ঠ ছিলেন, পুত্র মাধবরাও এবং কন্যা বসুন্ধরা দুজনই বিজেপির প্রাক্তন দল জনসঙ্ঘ করতেন। কিন্তু মায়ের সাথে ঝগড়ার পর মাধবরাও দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন এবং পরবর্তীতে মন্ত্রীও হন। জ্যোতিরাদিত্য প্রথম থেকেই কংগ্রেসে ছিলেন, মন্ত্রী হয়েছেন মনমোহনের মন্ত্রিসভায়। তিনি দল ছাড়লেন মূলত রাহুল তাঁকে বাদ দিয়ে বাবার প্রিয়পাত্র কমলনাথকে মুখ্যমন্ত্রী করায়। সঙ্কট ধীরে ধীরে দানা বাঁধে। অবশেষে জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দেন, সাংসদ হন এবং মন্ত্রী হওয়াটা সময়ের ব্যাপার। ২৮টি আসন ফাঁকা হয়েছে দলত্যাগের কারণে, জ্যোতিরাদিত্যর ঘনিষ্ঠ তারা। সুতরাং উপ নির্বাচনে এদের জিতিয়ে আনার দায়িত্বও তাঁরই। জ্যোতিরাদিত্যর জানেন বিজেপি, কংগ্রেসের থেকে অনেক সংঘবদ্ধ দল তাই এই উপ নির্বাচন তাঁর কাছে জীবনের সবচেয়ে কঠিন লড়াই। বিজেপি ভরসা রেখেছে তাঁর উপরই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم