সীমান্তে ৬০ হাজার সেনা সমাবেশ করেছে চিন, জানাল আমেরিকা

 

 ভারতের উত্তর সীমান্তে চিন ৬০ হাজার সেনা সমাবেশ করেছে। জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও। তিনি চিনকে তাদের খারাপ ব্যবহারের জন্য নিন্দা করে বলেছেন, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতি চিনের আচরণ হুমকিমূলক। করোনা সংক্রমণের পর মঙ্গলবারই ওই চারটি দেশের বিদেশমন্ত্রীরা টোকিওতে বৈঠক করেছেন। দক্ষিণ চিন সাগর, ভারত-প্রশান্ত মহাসাগর এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের আগ্রাসী সামরিক তৎপরতা বাড়াচ্ছে। মঙ্গলবারই পম্পেও দেখা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। পম্পেও বলেছেন, দশকের পর দশক চিনা কমিউনিস্ট পার্টির ভূমিকা অগ্রাহ্য করে এসেছে গণতান্ত্রিক দেশগুলি। চিনা হুমকির মোকাবিলায় চারটি দেশ একযোগে কাজ করার পরিকল্পনা করছে। এই দেশগুলির আমেরিকাকে প্রয়োজন রয়েছে। তারা বন্ধু ও সহযোগী হিসেবে আমেরিকাকে চায়। ভারতে চিনা ফৌজের সঙ্গে ভারতীয়। সেনার সংঘর্ষ হয়েছে। অস্ট্রেলিয়াতেও চিনের চাপ বাড়ছে। সবাই বুঝছে, চিনা কমিউনিস্ট পার্টি তাদের কাছে কতবডড় বিপদ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم