এবার করোনার থাবা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পাশাপাশি এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ। ফলে সোমবার থেকে আপাতত বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়। স্যানিটাইজ করা হবে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। জানা গিয়েছে, দিন কয়েক আগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর গাড়ির চালক করোনা আক্রান্ত হন। পরে উপাচার্যের দফতরের কয়েকজন কর্মীরও করোনা উপসর্গ দেখা দেয়। এরপরই উপাচার্যের ঘর সিল করে স্যানিটাইজ করা হয়। আর ঝুঁকি নিতে চাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্য সহ বিভিন্ন দপ্তরের প্রায় ১৫০ কর্মীর করোনা পরীক্ষা করানো হয়। সোমবার দুপুরেই রিপোর্ট হাতে আসে। সূত্রের খবর, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী সহ ১১ জন কর্মী করোনা পজিটিভ হয়েছেন। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্বভারতী চত্বরে। হস্টেলে থাকা পড়ুয়া ও আবাসিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে তাঁদেরও ধাপে ধাপে করোনা পরীক্ষা করানো হবে।
إرسال تعليق
Thank You for your important feedback