সাগরে ফের নিম্নচাপ, পুজো ভাসতে পারে ভারী বৃষ্টিতে

 

পূর্বাভাস ছিলই, এবার বঙ্গোপসাগরে হাজির হল নিম্নচাপ। আবহবিদদের আশঙ্কা নিম্নচাপটি এখন অন্ধ্র উপকূলে রয়েছে, তবে সেটি বাংলা উপকূলের দিকে সরে আসতে পারে। সেটা হলে ভারী বৃষ্টিতেই ভাসবে পুজোর দিনগুলি। আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিনই দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং হাওড়া জেলার বিস্তৃর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবারই মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করছে। আপাতত সেটি অন্ধ্র উপকূলের দিকে থাকলেও আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসবে। ফলে ষষ্ঠীর দিন থেকেই উপকূলবর্তী চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা। যদি নিম্নচাপটি বাংলার দিকে সরে আসে তবে সপ্তমী থেকে দশমী পর্যন্তই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তবে বুধবারই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে আশা আবহবিদদের। এমনিতেই এবছর করোনা অতিমারীর জন্য পুজোয় বাইরে বেরোতে না করছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ এড়াতে সবাইকে বাড়িতেই পুজো কাটানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাই যদি পুজোর দিনগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টি হয় তবে সেটা ভালোই হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم