পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন ‘টালিগঞ্জ অন্যভাবনা’-র ওয়েবসাইট

টেলি বিপ্লবের যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে থিয়েটার। অথচ বাংলার সংস্কৃতিক উৎকর্ষতার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে মঞ্চের থিয়েটার। এই থিয়েটারের মঞ্চ থেকে বাঙালি পেয়েছে একাধিক বরেণ্য শিল্পী-অভিনেতা-পরিচালক। কিন্তু বর্তমান টেলিভিশনের দাপটে কিছুটা ব্যাকফুটে চলে এসেছে এই থিয়েটার। সেই থিয়েটারকেই ফের স্বমহিমায় ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করছে গুটিকয় সংস্থা। যারমধ্যে অন্যতম ‘টালিগঞ্জ অন্যভাবনা’। বাংলার শিল্প-সংস্কৃতির সঙ্গে সেই ২০১৩ সাল থেকেই যুক্ত এই সংগঠন। এবার তাঁরা আধুনিক সভ্যতার দাবিকে সামনে রেখে তাঁদের ওয়েবসাইট চালু করতে চলেছে। মঙ্গলবার অর্থাৎ মহাপঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হবে তাঁদের ওয়েবসাইট। বর্তমান কোভিড মহামারীর আবহে অনুষ্ঠানটি হবে ভার্চুয়াল।

থিয়েটারপ্রেমী মানুষজন এবং সংস্থার প্রতিনিধি, শিল্পী, কলাকুশলীরা যোগ দেবেন সোশাল মিডিয়ার প্ল্যাটফর্মেই। ‘টালিগঞ্জ অন্যভাবনা’-র ফেসবুক ও ইউটিউব পেজে মঙ্গলবার সন্ধ্যায় হবে এক মনোজ্ঞ অনুষ্ঠান। ওয়েবসাইটটির উদ্বোধন করবেন থিয়েটার জগতের অন্যতম নক্ষত্র ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং রুমকি চট্টোপাধ্যায়। দর্শকদের সঙ্গে তাঁরা একটি আলাপচারিতায় যোগও দেবেন ভার্চুয়ালি। টালিগঞ্জ অন্যভাবনা দীর্ঘদিন ধরেই সমাজের বিভিন্ন বিভাগের শিশুদের জন্য নিয়মিত কর্মশালা পরিচালনা করা এবং তাদের মঞ্চের জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ করে আসছে। সংস্থার লক্ষ্য, সমাজের আর্থ-সামাজিক পরিবেশের বিকাশ ঘটানো।


টালিগঞ্জ অন্যভাবনা শুধু থিয়েটারেই সীমাবদ্ধ নয়। তাঁরা সামাজিক বিকাশের লক্ষ্যে নানান জনসেবামূলক কাজে যুক্ত। শুধুমাত্র শিশুদের বিনোদন ও প্রশিক্ষণ দিয়েই সামাজিক দায়বদ্ধতা পালণ করে না টালিগঞ্জ অন্যভাবনা। অসংখ্য ক্ষুধার্ত পথশিশুদের মুখে অন্ন তুলে দিয়ে আসছে এই সংস্থা। এছাড়া শিশুশ্রমিকদের পড়াশোনা ও প্রয়োজনীয় কারিগরি শিক্ষার ব্যবস্থাও করে টালিগঞ্জ অন্যভাবনা। যাতে আগামী দিনে তাঁরা নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের পরিবারদের পাশেও দাঁড়িয়েছে এই সংস্থার প্রতিনিধিরা।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم