রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেস্টার করোনা, উদ্বেগে নবান্ন

 

এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা (ডিরেক্টর সিকিউরিটিজ) বিবেক সহায়। তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বুধবার পর্যন্ত ওই পুলিশকর্তা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছিলেন। ওই অনুষ্ঠানগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–সহ রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বরা ছিলেন। স্বাভাবিকভাবেই ওই ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে এই পুলিশকর্তা কোভিড আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে।ফলে যে কোনও পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন। জানা গিয়েছে, বিবেক সহায়ের সেরকম করোনা উপসর্গ নেই। বুধবার রুটিন পরীক্ষা করান রাজ্য পুলিশের ওই শীর্ষ কর্তা। সে সময় চিকিৎসকদের সন্দেহ হলে তাঁকে আরটিপিসিআর টেস্ট করানো হয়। সেই রিপোর্টই পজিটিভ আসে। দ্রুতই তিনি হাসপাতালে ভর্তি হন।

2 تعليقات

Thank You for your important feedback

  1. The gross negligence both of Govt & citizens helps spreading Covid-19.

    ردحذف
  2. In this long ⅞schools,colleges,markets.... in every step online arrangements of providing service may help us to combat this Chinese viris

    ردحذف

إرسال تعليق

Thank You for your important feedback

أحدث أقدم