যদি থাকতেন জাহির

 

এবারের IPL-এ সবচেয়ে করুণ অবস্থা ফাস্ট বোলারদের। স্পিনারদের স্বপ্নের পিচ এই মরুশহরগুলির মাঠ। এবং এটা চিরকালীন। গরম শহর, সারা বছর খেলা হয় না। ফলে পিচে জলও দেওয়া হয় না। এবারের দলগুলি স্পিনারদের উপরই ভরসা রাখছে বেশি। অথচ বিশ্বের সেরা পেসাররা বিভিন্ন দলেও আছেন। কিন্তু ধুলো ওড়া উইকেটে বল সুইং করতে পারছেন না |
আজ সৌরভরা বলছেন, জাহির খান থাকলে এই পিচে দু দিকে বাঁক খাওয়াতেন তাঁর পেসের যাদু। কিন্তু জাহির আজ মুম্বই ইন্ডিয়ানসের বোলিং মেন্টর। তাঁর দলে ট্রেন্ট বোল্ট বা বুমরা থাকলেও উইকেট তোলার ব্যাপারে সেভাবে সহযোগিতা পাচ্ছেনা পিচের। পারলে আজ ৪২ তম জন্মদিনে মাঠেই নেমে যেতে পারতেন জাহির। জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার পর হেসেই উড়িয়ে দিলেন সাথীদের কথা। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم