‘যারা যেখানে শক্তিশালী সেখানে প্রার্থী তাঁদের’, জোটে বার্তা রাহুলের

শুক্রবার প্রদেশ কংগ্রেসের ২২ জন নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাহুল গান্ধি। এআইসিসি-র তরফে ছিলেন বাংলার দুই পর্যবেক্ষক জিতেন প্রসাদ ও কেসি বেনুগোপালও। এই বৈঠকে রাহুল গান্ধি প্রদেশ নেতাদের পরিষ্কার বার্তা দিলেন বামেদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জোট হবেই। এবং আসন নিয়ে কোনও চাপ সৃষ্টি করা যাবে না। সূত্রের খবর, এ বিষয়ে রাহুলের সঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরির কথা হয়েছে। 

অপরদিকে জোটে আসন সমঝোতা নিয়ে বাম দলগুলি ক্ষুব্ধ, তাঁদের বক্তব্য ২০১৯ লোকসভা নির্বাচনে জোর জবরদস্তি করার জন্য ফল খারাপ হয়েছে। এই প্রসঙ্গে তাঁরা বিহার নির্বাচনের কথাও তুলেছেন বামেরা। তবে কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে রাহুল এবার অনেকটাই সংযত। তবে অধীর চৌধুরীর মতো জনপ্রিয় মুখকে সামনে রেখেই ভোটে যাবে কংগ্রেস।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগকে কেন্দ্র করে অধীর জানিয়েছেন, তৃণমূলের বিরোধী শূন্য করার মনোভাবই আজ তাঁদের সমস্যায় ফেলেছে। তিনি শুভেন্দুকে কংগ্রেসে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। অধীর চৌধুরী তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্য সারাদিন নয় দিনরাত্রি দরজা খোলা রয়েছে কংগ্রেসের, ফিরে আসুন। যদিও জোট নিয়ে কংগ্রেস হাইকমান্ডের বার্তা, যারা যেখানে শক্তিশালী, সেখানে প্রার্থী তারাই দেবে।    


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم