আরব সাগরে ভেঙে পড়ল নৌসেনার যুদ্ধবিমান, নিখোঁজ সহ-পাইলট

প্রশিক্ষণ চলাকালীন সমুদ্রে ভেঙে পড়ল নৌবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। দুর্ঘটনার পর এক বিমানচালককে উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ মেলেনি তাঁর সঙ্গীর। ওই সহ-পাইলটের খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনীর জাহাজ। নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। প্রশিক্ষণের জন্যই আরব সাগরের ওপর দিয়ে উড়ছিল মিগ-২৯ যুদ্ধবিমানটি। কিন্তু সেটি সমুদ্রেই ভেঙে পড়ে। এক পাইলটকে উদ্ধার করা গিয়েছে। তবে আরেকজনের খোঁজ মেলেনি। নৌবাহিনীর তরফে দুর্ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। 


অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, ওই বিমান চালকের মৃত্যু হয়েছে। তবে নৌবাহিনীর তরফে এখনও কিছু জানানো হয়নি। এটাই প্রথমবার নয়, এর আগে বহুবার মিগ যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। গতবছরই গোয়ায় এক প্রশিক্ষণ মিগ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এবারের দুর্ঘটনায় একজন নিখোঁজ বলে জানিয়েছে নৌসেনা।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم