বিধানসভায় বিজেপির ২৯৪ আসনের প্রার্থী বাছবেন অমিত শাহ নিজেই

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নবান্ন দখলের লড়াইয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। একদিকে তৃণমূলের চ্যালেঞ্জ ক্ষমতা ধরে রাখা, অন্যদিকে বিজেপির লক্ষ্য রাজ্যের ক্ষমতা দখল। আর বিজেপির বিধানসভা প্রস্তুতির সমস্ত দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ। 

রাজ্য বিজেপি সূত্রে খবর, তিনি নিজেই এবার প্রার্থী বাছাই করবেন। রাজ্যের ২৯৪ টি আসনের প্রার্থী বাছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই। গত লোকসভায় ১৮ আসন জয়লাভ করেছিল রাজ্য বিজেপি। এবং ওই নির্বাচনেও সমস্ত আসনেই  বিজেপি প্রার্থীদের চুরান্ত অনুমোদন দিয়েছিলেন শাহ। অবশ্য তখন তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সংগঠনের দায়িত্ব ছেড়ে মন্ত্রীত্বে চলে এসেছেন। তবুও দল এখনও অমিতেই ভরসা রাখছে। 

জানা যাচ্ছে দুদিনের রাজ্য সফরে এসে দলীয় সংগঠনিক বৈঠক করে গিয়েছেন অমিত শাহ। বাঁকুড়া ও কলকাতার ওই দুই বৈঠকে তিনি আঁচ করেছেন বিধানসভার টিকিটের দাবিদার অনেক। তাই আসন্ন নির্বাচনকে পাখির চোখ করা অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীপদ নিয়ে যাতে কোনও অসন্তোষ তৈরি না হয় তার দিকে নজর রাখছেন। ফলে অমিত শাহ নিজেই বিজেপির প্রার্থী বাছাই করতে চাইছেন আসন্ন বিধানসভা ভোটে।

ইতিমধ্যে অমিতের ঘনিষ্ঠ পাঁচ কেন্দ্রীয় নেতাকে বাংলায় পাঠানো হয়েছে পর্যবেক্ষক করে। তাঁরা রাজ্য নেতাদের সঙ্গে যেমন কথা বলেছেন তেমনিই বিভিন্ন বিধানসভায় গিয়ে কর্মীদের সঙ্গেও কথা বলছেন। রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে আলাদা আলাদা টিম গঠন করে দিয়েছেন অমিত শাহ।  তাঁরাই একটি খসড়া তালিকা জমা দেবেন অমিত শাহের কাছে। ঠিক হয়েছে সেখান থেকেই ২০২১ সালের বিজেপি প্রার্থী বাছাই করবেন অমিত শাহ।    


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم