দেশে করোনা আক্রান্ত ৯৪ লাখের কাছাকাছি

দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা খানিকটা কমল। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪১,৮১০ জন। মোট আক্রান্ত এখন ৯৩,৯২,৯২০। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৯৬ জন। মোট মৃত ১,৩৬,৬৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৮,০২,২৬৭ জন। 

এদিকে, পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত ও দৈনিক সুস্থতার মধ্যে ব্যবধান কমে আসছে। শনিবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৪৫৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা হল ৪,৭৭, ৪৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৪৮৭ জন। রাজ্যে সুস্থতার হার এখন ৯৩.১২ শতাংশ। একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৫২ জনের, মোট মৃত ৮,৩২২ জন। দৈনিক সংক্রমণের শীর্ষেও কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা রোগী সংক্রমিত হয়েছেন ৮৯০ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে ৮৬৩ জন করোনা আক্রান্ত হয়েছে। কলকাতায় মারা গিয়েছেন সবচেয়ে বেশি, ১৪ জন। এরপরেই উত্তর ২৪ পরগনায়, ৯ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু ৭ জনের। হুগলিতে ৫ জনের। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم