কলকাতার রাস্তায় যাত্রীঠাসা বাসে আচমকা আগুন

শুক্রবার সকাল সাড়ে ৯টা। কর্মব্যস্ত দিনে সকলেরই অফিস পৌঁছানোর তাড়া। ফলে কলকাতার রাস্তায় সরকারি-বেসরকারি বাসে ভিড় ছিল ভালোই। এরমধ্যেই ভিআইপি রোডে কেষ্টপুরের কাছে একটি চলন্ত বেসরকারি বাসে আচমকা আগুন লেগে যায়। বাসটি গড়িয়া থেকে ডানকুনির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

 ওই বাসের ভিতরে তখন বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আশেপাশের লোকজনদের চিৎকার চেচামেচি শুনে বাস চালক বাসটি থামিয়ে দেন। এরপরই সকলে হুড়মুড়িয়ে বাস থেকে নেমে পড়েন। মূহূর্তে বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। যাত্রীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষজনই পাশের খাল থেকে জল এনে বাসের আগুন নেভানোর কাজে হাত লাগান। 


 

এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মোটরবাইক আরোহী দ্রুতগতিতে এসে বাসের পিছন দিকে ধাক্কা মারার ফলেই বাসে আগুন লেগে যায়। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। দিনের ব্যস্ত সময় ভিআইপি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাসের আরোহীদের কথায়, সময়মতো আগুন দেখতে পাওয়ায় এই যাত্রা প্রাণে বাঁচা গেল।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم