সিডনিতে শুরু দ্বিতীয় ওয়ান ডে

ফের টসে হারলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নিল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়েছিল, রবিবারও তার ব্যতিক্রম নেই। ওয়ার্নার প্রথমে একটু ধীরে খেলেও দ্রুত নিজেকে মেলে ধরলেন এবং ১০ ওভারের মধ্যে দলের ৫৯ রান তুলে ফেললেন ফিঞ্চকে সঙ্গী করে।


অন্যদিকে, প্রথম ম্যাচে হারলেও একই দল নিয়ে খেলতে নামল ভারত। এদিন অবশ্য পেসাররা প্রথম ৫ ওভার ভালোই বল করেছেন। ভারতকে ব্রেক থ্রু এনে দিয়েছেন মহম্মদ শামি। ফিঞ্চকে ফেরালেন বাংলার তারকা পেসার। ৬৯ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করে কোহলির হাতে ধরা পড়েন অজি অধিনায়ক। 

 

ডেভিড ওয়ার্নারের পর হাফ-সেঞ্চুরি করলেন অ্যারন ফিঞ্চ। ৬০ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন অজি দলনায়ক। ২১ ওভারে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১৩০। এদিনের ম্যাচ জেতার লক্ষ্যেই নেমেছে টিম কোহলি। খুব বাজে ফর্মে আছে কোহলির ব্যাটিং এবং এই নিয়ে প্রশ্নও তুলে ফেলেছে মিডিয়ামহল, কোহলি কি টেনশনে?     


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم