পুরুলিয়ার বান্দোয়ানে মাও পোস্টার, চাঞ্চল্য জঙ্গলমহলে


কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের প্রতিবাদে পুরুলিয়ার বান্দোয়ানে একাধিক মাওবাদী পোস্টার দেখা গেল। সোমবার সকালে এই পোস্টারগুলি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বান্দোয়ানে। বাংলা ও হিন্দিতে লেখা পোস্টারে মাওবাদী সংগঠনের নামে কৃষকদের সমস্যা দূর করতে কেন্দ্রের পাশ করানো তিনটি কৃষি আইন অবিলম্বে রদ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। এছাড়া কয়েকটি পোস্টারে পুরুলিয়ার একাধিক এলাকা থেকে পুলিশ ক্যাম্প সরানোর দাবিও জানানো হয়েছে। 


উল্লেখ্য, এর আগে বীরভূমের খয়রাসোলে এরকম কয়েকটি লাল কালিতে হাতে লেখা পোস্টার দেখা গিয়েছিল। এবার অতীতের মাওবাদী গড় বলে পরিচিত পুরুলিয়ার বান্দোয়ানে বেশ কয়েকটি জায়গায় মাওবাদী পোস্টারে ছয়লাপ হয়ে যায়। খবর পেয়েই পুলিশ পোস্টারগুলি খুলে নেয়। পাশাপাশি কে বা কারা রাতের অন্ধকারে পোস্টারগুলি সাঁটিয়ে দিয়ে গেল সেটাও জানার চেষ্টা করছে পুরুলিয়া জেলা পুলিশের গোয়েন্দারা। পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা। তবে পোস্টারগুলি মাওবাদীদের সাঁটানো নাকি এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে কারোর উদ্দেশ্যপ্রণোদিত কাজ সেটাও খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা প্রশাসনের কর্তারা।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم