তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা মিহিরের, দিল্লিতে যোগ দিতে পারেন বিজেপিতে


শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার দিনই দিল্লি পাড়ি দিলেন শাসকদলের আরেক বিধায়ক। সঙ্গী কোচবিহারের বিজেপি সাংসদ। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বেশ কয়েকদিন ধরেই বেসুরো গাইছিলেন। তিনি দলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিতে ইচ্ছাপ্রকাশ করেছিলেন আগেই। ফলে তাঁর দলত্যাগ ও বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছিল। এবার তিনি সেই পথেই হাঁটলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা মিহির গোস্বামী। এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে তিনি জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা। সেই সঙ্গে তিনি একরাশ ক্ষোভও উগড়ে দিয়েছেন শাসকদলের শীর্ষ নেতাদের প্রতি।

 


এবার সেই জল্পনা আরও উস্কে দিল একটি ছবি। জনৈক ইন্দ্রজিৎ কুণ্ডু নামে এক ব্যক্তি শুক্রবার বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের সঙ্গে মিহির গোস্বামীর একটি ছবি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন ‘কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী আজই বিজেপিতে যোগ দিচ্ছেন। কোচবিহারের বিজেপি সাংসদের সঙ্গে তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন’। বিজেপি সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার বিকেলেই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। 

উল্লেখ্য ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকেই দলের সদস্য ছিলেন মিহির গোস্বামী। কিন্তু বিগত কয়েকদিন ধরে তিনি দলের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করছিলেন। বিভিন্ন সময়ে প্রকাশ্যে এবং সোশাল মিডিয়ায় দলের একশ্রেণীর নেতাদের বিরুদ্ধে বিষাদগার করছিলেন। এমনকী কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি গিয়ে বিজয়াও সেরে আসেন। ফলে তাঁর দলবদলের জল্পনা গোটা কোচবিহারের আলোচনার বিষয় ছিল। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم