আরও ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, উত্তরবঙ্গের ২টি

উৎসবের মরশুমে বেশ কয়েকটি স্পেশাল দূরপাল্লার ট্রেন চালু করেছিল রেল। কিন্তু এরমধ্যে বেশ কয়েকটি রুটে টিকিটের চাহিদা প্রচুর। তাই সেই ট্রেনগুলির মধ্যে বেশ কয়েকটিকে আরও কয়েকদিন চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। এরমধ্যে উত্তরবঙ্গের দুটি ট্রেনও রয়েছে। পূর্ব রেলের তরফ থেকে একটি টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী শুক্রবার সকাল আটটা থেকে এই বিশেষ ট্রেনগুলির টিকিট পাওয়া যাবে রেলের কাউন্টার থেকে। পাশাপাশি অনলাইনেও কাটা যাবে টিকিট। ভাড়াও হবে বিশেষ ট্রেনের মর্যাদার। 

এছাড়া সূত্রের খবর, রেলবোর্ডের কাছে পূর্ব রেল আরও কয়েকটি ট্রেন চালু করার অনুমতি চেয়েছিল। সূত্রের খবর, এরমধ্যে ১০টি ট্রেনের ছাড়পত্র দিয়েছে রেলবোর্ড। ট্রেনগুলি হল হাওড়া-কালকা মেল, হাওড়া-বারানসী বিভূতি এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, শিয়ালদা-মালদা গৌড় এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, কলকাতা-সমস্তিপুর মিথিলাঞ্চল এক্সপ্রেস, কলকাতা-যোগবাণী এক্সপ্রেস। তবে এই ট্রেনগুলি কবে থেকে চালু করা হবে সেটা সম্পর্কে জানানো হয়নি। পূর্ব রেল সূত্রের খবর, গ্রীণ সিগন্যাল পাওয়া গিয়েছে, দ্রুতই চালু করে দেওয়া হবে গুরুত্বপূর্ণ এই ট্রেনগুলি। 


এবার দেখে নিন কোন কোন ট্রেনের সময়সীমা বাড়ানো হল….

শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা স্পেশাল (ভায়া নৈহাটি)-১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে।
শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা সুপারফাস্ট স্পেশাল (ভায়া ডানকুনি)-১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে।
শিয়ালদহ-জয়নগর-শিয়ালদহ স্পেশাল (ভায়া নৈহাটি)  আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে।
শিয়ালদহ-আগরতলা-শিয়ালদা স্পেশাল সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
শিয়ালদা-শিলচর-শিয়ালদা স্পেশাল সপ্তাহে সোম, বুধ ও শনিবার ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
হাওড়া-রক্সৌল-হাওড়া স্পেশাল (ভায়া ব্যান্ডেল) আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে।
হাওড়া-জম্মু তাওয়াই-হাওড়া সুপারফাস্ট স্পেশাল (ভায়া ডানকুনি) সপ্তাহে মঙ্গল, শুক্র ও শনিবার ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
হাওড়া-কাঠগোদাম-হাওড়া স্পেশাল (ভায়া ব্যান্ডেল) আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে।
হাওড়া-বারমার-হাওড়া সুপারফাস্ট স্পেশাল (ভায়া ডানকুনি) সপ্তাহে একদিন (শুক্রবার) ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
হাওড়া-রক্সৌল-হাওড়া স্পেশাল (ভায়া ব্যান্ডেল) আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم