করোনা টিকা উৎপাদনের প্রস্তুতি দেখতে আমেদাবাদে মোদি


ভারতে করোনার টিকা উৎপাদনের প্রস্তুতি ও প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার সকালেই আমেদাবাদে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টিকা উৎপাদনকারী সংস্থা আমদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থার দফতর জাইডাস বায়োটেক পার্কে গিয়েছেন। সূত্রের খবর, সেখানে তিনি খতিয়ে দেখবেন টিকা তৈরির কাজ কতদূর এগোলো, করোনার প্রয়োজনীয় সুরক্ষাবিধি মানা হচ্ছে কিনা, কতটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখান থেকে প্রধানমন্ত্রীর গুজরাতের চাঙ্গোদার শিল্প এলাকায় জাইডাস ক্যাডিলার গবেষণাগারে যান। জানা যাচ্ছে আমেদাবাদ থেকে মোদি হায়দরাবাদের ভারত বায়োটেকের গবেষণাগারেও যাবেন। সবশেষে তিনি যাবেন পুনের সিরাম ইনস্টিটিউটে। 

এর আগে জাইডাস-এর তরফে ঘোষণা করা হয় যে, তাদের তৈরি টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। বর্তমানে তাঁরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। করোনা টিকার উৎপাদনে জাইডাস ক্যাডিলা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তাঁদের কাজ খতিয়ে দেখতে এদিন সকাল ১০টার মধ্যেই জাইডাস ক্যাডিলার কারখানায় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


 আপরদিকে করোনা ভ্যাকসিন তৈরিতে অনেকটাই এগিয়ে ভারত বায়োটেক। তাঁদের দাবি, আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন ছাডা় সম্ভব হবে। ফলে টিকা তৈরির কাজ শেষের দিকে আসতেই তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সম্ভাব্য টিকার বন্টন পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। এবার নিজেই বেরিয়ে পড়লেন টিকার প্রস্তুতি সরেজমিনে দেখতে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم