ফের জুটমিল বন্ধ ব্যারাকপুর শিল্পাঞ্চলে, এবার ভাটপাড়া রিলায়েন্স জুটমিল

বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের এক পুরোনো জুটমিল। ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন সাড়ে তিন হাজার শ্রমিক। সোমবার সপ্তাহেক প্রথম দিন সকালে জুটমিলের গেটে গিয়ে শ্রমিকরা দেখেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। জুটমিল কর্তৃপক্ষ উৎপাদন হ্রাসের কারণ দেখিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মূল গেটে।

 


 

 এরপরেই শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে জুট মিল খোলার দাবিতে মিলের শ্রমিকরা ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরোধ শুরু করেন। খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল পুলিসবাহিনী অবরোধস্থলে আসে।  এরপর জুটমিল শ্রমিকদের সঙ্গে মিল কর্তৃপক্ষের আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তুলে দেয়। তবে শ্রমিকরা হুমকি দিয়েছে অবলম্বে মিল না খুললে, তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। 

 

এই নিয়ে পরপর কয়েকটি জুটমিল বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এমনিতেই দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন হাজার হাজার শ্রমিক। এরপর মিলগুলি চালু হলেও উৎপাদন কম হওয়ার কারণ দেখিয়ে অথবা শ্রমিক অসোন্তোষের জেরে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুটমিল। ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, বিজেপি এই ইস্যুতে ইতিমধ্যেই আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم