আগামী ২ সপ্তাহেই দেশে করোনা টিকার অনুমতি চাইবে সিরাম


আগামী ২ সপ্তাহের মধ্যেই করোনা টিকার জরুরি প্রয়োগের জন্য আবেদন করছে সিরাম ইন্সটিটিউট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্টারজেনেকার যৌথ উদ্যোগে তৈরি এই কোভশিল্ড টিকা ভারতে তৈরি করছে সিরাম ইন্সটিটিউট। 

সিরামের সিইও আদার পুনেওয়ালা জানিয়েছেন, এখন ভারতে টিকার সরবরাহের উপরে জোর দেওয়া হচ্ছে। ভারতই তাঁদের অগ্রাধিকার। তারপর যেসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে তাদের কাছে টিকা পাঠানো হবে। তিনি টুইটে জানিয়েছেন, কম দামি কোভিশিল্ড শীঘ্রই ব্যাপকভাবে পাওয়া যাবে। এর এক ধরনের ডোজে ৯০ শতাংশ, অন্য ধরনের ডোজে ৬২ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে ৩০ থেকে ৪০ কোটি ডোজ কোভিশিল্ড ভারতে দেওয়া হবে। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনেয় সিরামের কারখানা ঘুরে দেখেছেন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم