টানা ২৭ দিন আমেরিকায় দৈনিক সংক্রমণ ১ লাখের বেশি

টানা ২৭ দিন আমেরিকায় দৈনিক করোনা সংক্রমণ ১ লাখেরও বেশি। থ্যাঙ্কস গিভিংয়ের ছুটির পর মার্কিনরা নিজেদের বাড়ি ফেরার পর সংক্রমণ আরও অনেক বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবার আমেরিকায় নতুন সংক্রমিত হয়েছেন ১,০৯,৬৭১ জন। মারা গিয়েছেন ৭৩১ জন। 


ছুটিতে বেরোনোর জেরে সংক্রমণ বাড়তে থাকায় জায়গা থাকছে না হাসপাতালগুলিতে। রবিবারই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৯৩,৬৩৫ জনকে। শনিবার তা ছিল ৯১,৬৩৫। বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল ৯০,৪৮১ জনকে। ডাক্তাররা বলছেন, কোনও হাসপাতালই এই চাপের মোকাবিলায় পুরোপুরি তৈরি নয়।

 

 একইসঙ্গে আমেরিকার ৫০টি প্রদেশেই আক্রান্ত বেড়ে চলেছে। হাসপাতালে যথেষ্ট কর্মী নেই। অন্য জিনিসপত্রেরও চূড়ান্ত অভাব। হাসপাতালের বেড ভর্তি হয়ে যাওয়ায় অনেক জায়গায় খোলা আকাশের নীচে তাঁবু খাটিয়ে অস্থায়ী হাসপাতাল তৈরি করতে হয়েছে। তাতেও সমস্যা মিটছে না। কারণ নার্স, ডাক্তার, যন্ত্রপাতির অভাব রয়েছে। 


সামনে ক্রিসমাস। তারপরই নিউ ইয়ার। এখন থেকেই প্রমাদ গুনছে মার্কিন প্রশাসন। নিষেধ করা সত্ত্বেও থ্যাঙ্কসগিভিংয়ে বিমানে উড়েছেন ৬০ লাখ নাগরিক। তবে এখন যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা সংক্রমিত হয়েছেন এর আগে। থ্যাঙ্কসগিভিংয়ে আক্রান্ত কত বাড়ল তা বোঝা যাবে পরে। গত ২ সপ্তাহেই লস অ্যাঞ্জেলিসে হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ বেড়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم