গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ৩ তুরস্ক সেনা ও ২ জন নাগরিক সহ ১৬ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী শহরের রাসআল-আইন চেকিং পয়েন্টে। ব্রিটেনের সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষকের তরফে জানানো হয়েছে, নিহত বাকি ১১ জন হলেন স্থানীয় সুরক্ষা বাহিনী, তুর্কি সমর্থিত একটি চেক পয়েন্টের কর্মী। আহত হয়েছেন আরও ১২ জন। তবে তুরস্কের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জন পুলিশ কর্মীর এবং আহত ৮ জন।
প্রসঙ্গত, সিরিয়া সীমান্তের রাসআল-আইন থেকে তাল আবায়দ পর্যন্ত ১২০ কিলোমিটার জমি গতবছরই কুর্দিশ বাহিনীর কাছ থেকে দখল করে নেয় তুরস্ক বাহিনী ও সেদেশের সিরিয়ান প্রতিনিধিরা। তবে রাসআল-আইনে এধরণের বিস্ফোরণ প্রায় নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসেই সবজি বাজার এলাকায় একটি বাইক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৮ জন, তাঁদের মধ্যে ছিলেন ৬ জন নাগরিকও।
إرسال تعليق
Thank You for your important feedback