বেআইনি অস্ত্র তৈরি করার কারখানায় হদিশ মিলল হাড়োয়ায়। বৃহস্পতিবার বসিহাটের হাড়োয়া থানার গোপালপুর বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলেও।
জানা যায়, দীর্ঘদিন ধরেই গোপালপুর বাজার এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারবার করত বাসুদেব সর্দার নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করার সরঞ্জাম লেদার মেশিন, ওয়েলিং মেশিন, হ্যাক্সোভল্ট স্ক্রু ড্রাইভার, লোহার পাইপ, দেশি কামানি বন্দুক তৈরির কাঁচামাল সহ দুটো রিভলবার উদ্ধার করে। এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাসুদেব সর্দার সহ মিনাখাঁ থানার চৈতালের ব্যবসায়ী আসাবুর মোল্লা ও অস্ত্র ব্যবসায়ী হাসনাবাদের শামসুর মোল্লা, মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে একদিকে বেআইনিভাবে অস্ত্র মজুদ ও অন্যদিকে অবৈধ অস্ত্র তৈরির কারখানার অভিযোগ রয়েছে বলে খবর। এদের সঙ্গে আন্তঃরাজ্য ও বাংলাদেশি অস্ত্র কারবারিদের যোগসূত্র আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ৩ জনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন।
إرسال تعليق
Thank You for your important feedback