আসন্ন ভারত সফরে ইংল্যান্ডের সময়সূচি নির্ধারিত হয়ে গেল। আগামী ফেব্রুয়ারী মাসের ৫ তারিক থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ১২ ম্যাচের মধ্যে ৭টিই হবে আমেদাবাদে। এই খবরে স্তম্বিত হয়ে গিয়েছে দেশের বাকি ক্রিকেট সংস্থাগুলি। কোনও আলোচনা নেই, যুক্তির স্থান নেই অথচ সব ঠিক হয়ে গেল, প্রশ্ন এক বোর্ড কর্তার। যুক্তি হিসাবে বলা হয়েছে, করোনা আবহে জৈব সুরক্ষা ঠিক রাখতেই এই ব্যবস্থা।। বিশেষভাবে ক্ষুব্ধ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। গত ২৪ সেপ্টেম্বর বোর্ড সভাপতি সৌরভের সাথে অভিষেকের কথাও হয়েছিল এবং ইডেনে খেলা হবে ঠিকই ছিল জানা গেল ডালমিয়া সূত্রে । প্রশ্ন উঠেছে, ক্রিকেটের মক্কা মুম্বইতে শতাধিক ৫ তারা হোটেল, গেস্ট হাউস আছে। তবে বাদ গেল কেন ? করোনার প্রভাব যদি মুম্বইয়ে বেশি পড়ে থাকে তবে পুনে কেন? সেটাও তো মহারাষ্ট্র । গুজরাতেও করোনার আক্রমণ বিস্তর, সেখানে ৭টি ম্যাচ, প্রশ্ন কর্তাদের।
আগামী ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সভা সেখানে প্রতিবাদের ঝড় উঠবে বলে জানালেন ওই বোর্ড কর্তা। জবাবদিহি করতে হতে পারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এখনও পর্যন্ত সূচি এইরকম -- আমেদাবাদে- দুটি টেস্ট এবং পাঁচটি টি ২০, পুনেয় - ৩ টি ওয়ান ডে এবং চেন্নাইয়ে - ২ টি টেস্ট ।
إرسال تعليق
Thank You for your important feedback