আইএসএলের মাঝপথেই ৯ ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত নিল এসসি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে ছয় ম্যাচ খেলে ফেললেও জয় অধরাই রবি ফাওলারের দলের। এই পরিস্থিতিতে ৯ ফুটবলার কমিয়ে দিয়ে দলের মেদ কমাতে চাইছেন কোচ। যাতে বাকিদের ঠিকঠাকভাবে অনুশীলণ করাতে পারেন। বলবন্ত সিং, সামাদ আলি মল্লিক, ইউজেনসন লিংডো, অভিষেক আম্বকর, রফিক আলি সর্দার, অনিল চৌহান, মহম্মদ ইর্শাদ ও গুরতেজ সিংয়ের মতো ফুটবলারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। পাশাপাশি তালিকায় রয়েছেন বিদেশি ফুটবলার অ্যারন আমাদিও। তিনি চোটে কাবু থাকায় তাঁর বিদায় কার্যত নিশ্চিত বলে জানা গিয়েছে ক্লাব সূত্রে। তাঁর জায়গায় আসতে পারেন ক্যালাম উর্ডস। সূত্রের খবর, ক্লাবের দুর্দশা কাটাতে কয়েকজন ভালো ফুটবলার দলে নিতে চাইছেন ক্লাবকর্তারা। তাঁদের নজরে রয়েছে এটিকে-মোহনবাগানের সালাম রঞ্জন সিং, অঙ্কিত মুখার্জি সহ গোলকিপার ধীরাজ সিং।
ইস্টবেঙ্গলের হেডকোচ রবি ফাওলার জানিয়েছেন, দলে এতজন ফুটবলারের প্রয়োজন নেই। কারণ অনুশীলন করানোর সময় সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। সকলকে একসাথে অনুশীলণ করাতে গিয়ে প্রথম দলের ফুটবলারদের ঠিকঠাক দেখতে পারছেন না। তাই ৮-৯ জন ফুটবলারকে ছেড়ে দিয়ে ২৮-২৯ জনকে নিয়েই চলতি আইএসএল শেষ করতে চাইছেন ফাওলার। চলতি সপ্তাহে শনিবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নামার আগে ক্লাবের এই সিদ্ধান্তে হতবাক দলের সমর্থকরাও। রবি ফাওলার নিয়মমাফিক বুধবার দলের ফুটবলারদের ছুটি দিয়েছিলেন। বৃহস্পতিবার থেকে তিনি পুরোদমে অনুশীলণ শুরু করে দিয়েছেন।
উল্লেখ্য, বলবন্ত সিং এবার ফর্মের ধারেকাছে নেই, ইউজেনসন লিংডোও ঠিকভাবে খেলতে পারছেন না। অ্যারন আমাদি এবং অভিষেক আম্বকর চোট নিয়ে সমস্যায়। সবমিলিয়ে ৯ ফুটবলার ছেড়ে দিয়ে কয়েকজন ভালোমানের খেলোয়াড় দলে নিতে চাইছেন লিভারপুল কিংবদন্তী। সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের শেষবার দেখে নিয়েছেন একটি অনুশীলণ ম্যাচে। বেঙ্গালুরু এফসি-র রিজার্ভ দলের সঙ্গে ওই অনুশীলণ ম্যাচে প্রথম একাদশের বাইরে সকলকেই খেলিয়েছিলেন ফাওলার। এরপরই তিনি ৯ জনের তালিকা ক্লাবকর্তাদের হাতে তুলে দিয়েছেন বলেই জানা যাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback