কেজরিওয়াল গৃহবন্দি, অভিযোগ আম আদমির

সিঙ্ঘু সীমান্তে সোমবার কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করা হয়েছে। তাঁর দল আম আদমি পার্টি এমনই অভিযোগ করেছে। আপ নেতা সৌরভ ভরদ্বাজের অভিযোগ, কেজরিওয়ালের বাড়ি পুরোটাই ঘিরে রাখা হয়েছে। কাউকে ভিতরে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। সোমবার বিধায়করা বৈঠকে যোগ দিতে গেলে তাঁদের পুলিশ হেনস্তা করেছে। তাঁদের কেজরিওয়ালের সঙ্গে দেখাও করতে দেওয়া হয়নি। 


দিল্লি পুলিশের ডিসিপি (নর্থ) আন্তো আলফোনস এই অভিযোগ অস্বীকার করেছেন। কেজরিওয়ালের গতিবিধি কোথাও রুদ্ধ করা হয়নি। সোমবার কেজরিওয়াল তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে সিঙ্ঘু সীমান্তে গিয়েছিলেন। সেখান গিয়ে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী নন, একজন সেবাদার হিসেবেই তিনি এসেছেন। দিল্লির ৯টি স্টেডিয়ামকে অস্থায়ী জেল বানানোর জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। তিনি তা করতে দেননি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم