এবার বলিউডে আমিরের বড় ছেলে জুনাইদ

খুব শিগগির বলিউডের রাস্তায় পা রাখবেন আমিরের বড় ছেলে জুনাইদ খান। তাঁর অভিষেক হচ্ছে যশরাজ ফিল্মসের ব্যানারে। অনেকদিন ধরেই জুনাইদ বলিউডে অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। থিয়েটারের দুনিয়ায় ইতিমধ্যে বেশ নামডাক হয়েছে জুনাইদের। বলিউডের জগতেও নিজের অভিনয়ের জোরে পরিচিতি পেতে চান তিনি। জুনাইদের অভিষেক ছবিটি পরিচালনা করবেন পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। ২০২১ সালে এই ছবির শুটিং শুরু হবে। এখন ছবির চিত্রনাট্যের কাজ চলছে।


বলিউডের জনশ্রুতি, তেলুগু সুপারহিট ছবি ‘অর্জুন রেড্ডি’র নায়িকা শালিনী পান্ডেকে দেখা যাবে জুনাইদের নায়িকা হিসেবে। তবে এই ছবির আগেই শালিনীর অভিষেক হয়ে যাবে বলিউডে। যশরাজ ব্যানারের ‘জয়েস ভাই জোরদার’ ফিল্ম দিয়ে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখবেন শালিনী। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন বলিউড তারকা রণবীর সিং। যশরাজ ফিল্মসের সঙ্গে শালিনী তিনটি ছবির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।


এই ফিল্মটি ত্রিকোণ প্রেমের কাহিনি। এই ছবিতে আরেক অভিনেত্রীর নামও নাকি চূড়ান্ত করে ফেলেছে যশরাজ ফিল্মস। জুনাইদ-শালিনীর এই ছবির আরেক নায়িকা হিসেবে শোনা যাচ্ছে শর্বরী বাঘের নাম। শর্বরীর বলিউড ক্যারিয়ারেরও এটা দ্বিতীয় ছবি হতে চলেছে।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم