আদিবাসীদের রেল-রাস্তা রোকো কর্মসূচিতে ব্যাহত ট্রেন পরিষেবা

 

আদিবাসী সম্প্রদায়ের ডাকে রাজ্যজুড়ে রেল-রাস্তা রোকো কর্মসূচিতে ব্যাহত ট্রেন পরিষেবা। দার্জিলিং মেল সহ বহু দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশনে। রবিবার সকাল থেকে রেল রোকো কর্মসূচি শুরু করেছেন আদিবাসীরা। আদিবাসী সারনা ধর্মকে স্বীকৃতির দাবিতে তাঁদের আন্দোলন। পুরুলিয়ায় রেল ও রাস্তা অবরোধ করে আদিবাসী সম্প্রদায় মানুষজন।তাঁদের অভিযোগ, কেন্দ্রর কাছে বারংবার আবেদন করেও সারনা ধর্মের স্বীকৃতি মেলেনি। একই অভিযোগে মালদায় গাজোলের আদিনা স্টেশনে রেল রোকো কর্মসূচি নিয়েছে ঝাড়খন্ড দিষম পার্টি। এই আন্দোলনের ফলে সকাল থেকে আটকে রয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।


 এদিন সকাল থেকে আদিনা স্টেশন চত্বরে  মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পুরুলিয়ার কাঁটাডি স্টেশন ও পুরুলিয়া থেকে জামসেদপুর যাবার জাতীয় সড়ক অবরোধ করেছেন কয়েক হাজার আদিবাসী। জানা যাচ্ছে, এদিন আটকে যাওয়া দুরপাল্লার ট্রেনে বহু পিএসসি পরিক্ষার্থী রয়েছেন। আটকে পড়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, অমৃতসর-ডিব্রুগড় এক্সপ্রেস, আনন্দ বিহার-গুয়াহাটি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন। 

ফলে রাজ্যের স্বরাষ্ট্র দফতর তাই পিএসসি-কে আবেদন জানিয়ে একটি টুইট করে। সেখানে রাজ্যের তরফে বলা হয়েছে, যারা পরীক্ষা দিতে পারলেন না তাঁদের আরেকবার সুযোগ দেওয়া হোক। অপরদিকে অবরোধে আটকে পরা দার্জিলিং মেলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ছিলেন। তাঁর রবিবারই শিলিগুড়িতে জনসভা করার কথা রয়েছে। তাই তিনি ট্রেন থেকে নেমে সড়ক পথে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। 


আন্দোলনকারীদের দাবি, ভারতে বর্তমানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ধর্মের মতো বেশ কয়েকটি ধর্মের সরকরি কোড ব্যবহারের অনুমতি থাকলেও আদিবাসীদের সারনা ধর্মের কোনও কোড নেই। এর আগেও বারবার কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু সরকার তা লাগু করেনি। এবার তাঁরা বৃহত্তর আন্দোলনে নেমেছেন বলেই জানিয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতা সালখান মুর্মু। আন্দোলনকারীদের দাবি, রবিবার দেশের পাঁচ রাজ্য বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বে রেল-রাস্তা রোকো কর্মসূচি চলছে।  



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم