প্রয়াত লোকসংস্কৃতি গবেষক সুধীর চক্রবর্তী


বিশিষ্ট গবেষক লোকসংস্কৃতি বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তীর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮৬। মঙ্গলবার বিকেলে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। সুধীরবাবুর জন্ম হাওড়ার শিবপুরে ১৯৩৪ সালে। বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার ভয়ে তাঁদের পরিবার চলে যান নদিয়ার দিগনগরে। সেখানে ছিল জমিদারির জমিজমা। গবেষণাসূত্রে বাংলার গ্রামেগঞ্জে ঘুরে বেড়িয়েছেন সুধীরবাবু। লালন ফকির, লোকসংস্কৃতি নিয়ে দীর্ঘ তিন দশক কাজ করেছেন তিনি।

অবসরের পরও ২০১১ সাল পর্যন্ত কৃষ্ণনগর কলেজে চালিয়ে গিয়েছেন অধ্যাপনা। মোট ৮৫টি বই লিখেছেন তিনি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে গভীর নির্জন পথে, সদর মফসসিল, বাউল ফকির কথা, লালন, বাংলা দেহতত্ত্বের গান, লোকসমাজ ও লোকচিত্র, মাটি পৃথিবীর টানে, শিল্পের খোঁজে। পেয়েছিলেন সাহিত্য আকাদেমি পুরস্কার, এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم