ভাঙন মোর্চায়, আজই বিজেপিতে যোগ দিতে পারে বিনয় তামাং গোষ্ঠী

বুধবারই বিজেপিতে যোগ দিতে পারেন গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম নেতা বিনয় তামাং। সূত্রের খবর, তিনি অনীত থাপা সহ তাঁর অনুগামীদের সঙ্গে নিয়েই পদ্মশিবিরে যোগ দিচ্ছেন। এর আগে বছর তিনেক ‘ফেরার’ থাকার পর আচমকাই প্রকাশ্যে আসেন বিনয় তামাংয়ের বিরোধী গোষ্ঠীর নেতা বিমল গুরুং। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে তিনি বিজেপির সঙ্গ ছেড়ে শাসকদল তৃণমূলের সঙ্গে থাকার বার্তা দেন। যেটা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত মোর্চা সমর্থকরা। বিনয় তামাং গোষ্ঠী ব্যাপারটা ভালোভাবে নেয়নি। 


সম্প্রতি সল্টলেকের গোর্খা ভবনে নিজেদের অনুগামীদের নিয়ে এক জরুরি বৈঠক করেন বিনয় তামাং-অনীত থাপারা। এরপরই তাঁরা বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, বুধবার এই প্রসঙ্গে বিনয় তামাংদের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। এরপরই তামাংরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। বিমল গুরুং-রোশন গিরিদের দলে টেনে পাহাড়ে নিজেদের আধিপত্য কায়েম করতে চেয়েছিল শাসকদল। কিন্তু বিনয় তামাংদের দলে টেনে এবার পাল্টা চাল দিল বঙ্গ বিজেপি।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم