গুরুংয়ের সঙ্গে এক মঞ্চে থাকা সম্ভব নয়, বার্তা বিনয়ের

বিমল গুরুং, রোশন গিরির সঙ্গে রাজনৈতিক বা প্রশাসনিক কোনও মঞ্চেই একসঙ্গে থাকা সম্ভব নয়। দলীয় বৈঠক থেকে স্পস্ট বার্তা দিলেন মোর্চা নেতা বিনয় তামাং। তবে তিনি তৃণমূলের পাশে আছেন। বুধবার বিকেলে ডুয়ার্সের নাগরাকাটায় আদিবাসী সংস্কৃতিচর্চা কেন্দ্রে একটি দলীয় বৈঠক ও কর্মিসভা করেন বিনয়।


প্রসঙ্গত, ডুয়ার্সে বিমল গুরুংদের কিছুটা প্রভাব থাকলেও, বিনয়পন্থী মোর্চার সেরকম সংগঠন ছিল না। সংগঠন বাড়াতেই এই বৈঠক এবং কর্মিসভা বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন ডুয়ার্সে সংগঠন বিস্তারের জন্য চারজনের একটি কোর কমিটিও তৈরি করা হয়েছে। বিমল গুরুংয়ের জমি দখলে মরিয়া বিনয়পন্থী মোর্চা। ১৫ ডিসেম্বর বীরপাড়ায় বিমল গুরুংয়ের জনসভার পাল্টা হিসেবে ডিসেম্বরেই ডুয়ার্সে দুটি জনসভা করতে পারেন বিনয়। 


এদিন সভাশেষে বিমল গুরুং সম্পর্কে জিজ্ঞেস করা হলে স্পস্টতই বিরক্ত হন তামাং। তিনি বলেন, তৃণমূলের পাশে থাকবেন। কিন্তু বিমল গুরুং বা রোশন গিরিরা তাঁর সিলেবাসে নেই। তাদের সঙ্গে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো মঞ্চেই একসাথে থাকবেন না।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم