ওয়ার্নার ও পুকোভস্কিকে নিয়ে শক্তি বাড়ল অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া জয়ী হয়েছিল। কিন্তু বক্সিং ডে টেস্টে ৮ উইকেটে হেরে গিয়েছে অজিরা। এবার সিরিজের বাকি দু’ম্যাচে ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কিকে দলে নিল টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে, বাকি দুই ম্যাচ থেকে বাদ পড়লেন জো বার্নস।   


সিরিজের প্রথম দুই টেস্টে ওপেনার জুটিরা একেবারেই দাঁড়াতে পারেনি। জো বার্নস ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই। রান করতে পারেননি ম্যাথু ওয়েডও। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, চোট থেকে ফিরে দারুণ উন্নতি করেছেন ওয়ার্নার। এখনও সিডনি টেস্টের সাতদিন বাকি রয়েছে। তাই ওয়ার্নার যাতে তৃতীয় টেস্টে খেলতে পারেন তার সব রকম চেষ্টা করবে দল। টেস্টের প্রথম অনুশীলন ম্যাচেই চোট পেয়েছিলেন উইল পুকোভস্কি। সিরিজের দুই ম্যাচ থেকে বাদ পড়েছিলেন তিনি। সব ঠিকঠাক থাকলে সিডনির টেস্ট ম্যাচে অভিষেক ঘটতে পারে পুকোভস্কির।
অস্ট্রেলিয়ার দল : টিম পেন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, প্যাট কামিন্স, ক্যামেরুন গ্রিন, জোশ হেজেলউড, ট্রাভিস হেড, মোজেস হেনরিকেস, মার্নাস লাবুশান, নেথান লায়ন, মাইকেল নেসের, জেমস প্যাটিনসান, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ম্যাথু ওয়েড।


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم