আমেরিকার প্রেসিডেন্ট তিনিই থাকবেন, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

পরবর্তী প্রশাসনও তাঁরই হবে, তিনিই ফের প্রেসিডেন্ট হবেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে এমনই বিতর্কিত মন্তব্য করলেন ডোনান্ড ট্রাম্প। আর কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমেরিকার রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেবেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। নির্বাচনে হেরে গেলেও তা স্বীকার করতে নারাজ ট্রাম্প।

 

প্রথম থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক ভোটার জালিয়াতি এবং নির্বাচনী পদ্ধতির অপব্যবহার হয়েছে বলে দাবি করে আসছেন ট্রাম্প। ট্রাম্প ও তাঁর সহযোগীরা দেশের বিভিন্ন আদালতে প্রায় ৫০টি মামলা করেলেও তা ধোপে টেকেনি। তবে এখনও নিজের সেই অভিযোগেই অনড় তিনি। ট্রাম্পের দাবি, ক্ষমতায় থাকাকালীন আমেরিকার জন্য তিনি ‘অসামান্য কাজ’ করেছেন, তারই পুরস্কার হিসেবেই আগামী প্রশাসনও তাঁরই হবে। 


মঙ্গলবার করোনা ভ্যাকসিন নাগরিকদের কাছে কীভাবে পৌঁছানো হবে, তা নিয়ে সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে আগামীতে তিনি আমেরিকাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।তাঁর আশা, ভবিষ্যতে দেশে বাড়বে চাকরির সুযোগও। ইতিমধ্যেই দায়িত্বে এসে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ভূমিকা নেবে তাঁর সরকার, তার রূপরেখা প্রকাশ করেছেন যে বাইডেন। তবে এই বৈঠকে প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেনের প্রশাসনের কোনও প্রতিনিধিকে কেন আমন্ত্রণ করা হয়নি সে বিষয়ে প্রশ্ন করা হতেই ফের নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি।

 

 ট্রাম্পের দাবি, 'আমাদের দেখতে হবে পরবর্তী প্রশাসন কার হবে। আমরা সুইং স্টেটগুলিতে জয়ী হয়েছি, কিন্তু ভয়ানক কিছু কারচুপি হয়েছে। তবে পরবর্তী প্রশাসন যারই  হোক না কেন, করোনা নিয়ন্ত্রণে উন্নত বিজ্ঞান, অভিজ্ঞ চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ানদের সাহায্যে আমরা যা করছি তা অসাধারণ। আর পরবর্তী প্রশাসনের জন্য এটা লাভজনক হবে।' তিনি আরও বলেন, ‘ওরা কারচুপি করেছে।শয়ে শয়ে হাজারে হাজারে ভোট এভাবে চুরি করা যায় না। তারপরও সামান্য ব্যবধানে জিতেছে। আপনারা একবার নম্বরগুলো দেখুন। তাহলেই দুর্নীতিগুলো বুঝতে পারবেন। এভাবে নির্বাচনে জেতা যায়?'

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم