ভ্যাকসিন নিয়ে আমেরিকাবাসীকে আশ্বস্ত করতে আসরে প্রাক্তন তিন রাষ্ট্রপতি

করোনার ভ্যাকসিন নিয়ে দেশের নাগরিকদের আশ্বস্ত করতে আসরে নামছেন আমেরিকার প্রাক্তন তিন রাষ্ট্রপতি। সরকারিভাবে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দেওয়া হলে তা কতটা নিরাপদ তা নিয়ে অনেকের মনেই সংশয় কাজ করতে পারে। নাগরিকদের স্বার্থেই তাই বারাক ওবামা, জর্জ বুশ এবং বিল ক্লিন্টন নিজেরা এই ভ্যাকসিন ক্যামেরার সামনে নেবেন। আর ভ্যাকসিনের নিরাপত্তা বিষয়ে সঠিকভাবে প্রচার করা হলেই সে বিষয়ে আমেরিকাবাসী নিশ্চিন্ত ও আশ্বস্ত হতে পারবেন বলেই ধারণা এই ত্রয়ীর। 


বুশের তরফে তাঁর প্রধান সহকারী ফ্রেডি ফোর্ড জানান, ইতিমধ্যেই আমেরিকার National Institute of Allergy and Infectious Diseases-এর প্রধান চিকিৎসক এন্থনি ফাউসি এবং হোয়াইট হাউসের করোনা ভাইরাস বিষয়ক প্রতিনিধি চিকিৎসক ডেবোরা বিরক্স-এর সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।  সবরকম নিরাপত্তা সুনিশ্চিত করার পর ভ্যাকসিন ছাড়পত্র পেলে তা অবশ্যই প্রথমে যাঁদের জন্য অত্যাবশ্যক তাঁদের কাছে পৌঁছনো হবে। প্রাক্তন রাষ্ট্রপতি ফোর্ড জানিয়েছেন তারপরেই মানুষকে সচেতন করতে তিনি তা নিজের ওপর প্রয়োগ করবেন।


একই কথা জানান বিল ক্লিন্টনের প্রতিনিধি। তিনি বলেন, প্রথমে যাঁদের জন্য অত্যাবশ্যক তাঁদের কাছে পৌঁছানোর পর অবশ্যই ক্লিন্টন এই ভ্যাকসিন নিজের উপর প্রয়োগ করবেন। নাগরিকদের উৎসাহিত করতে সর্বসমক্ষেই তিনি ভ্যাকসিন নেবেন। করোনার ভ্যাকসিন প্রসঙ্গে বারাক ওবামা এক সাক্ষাৎকারে বলেন,  "আমি অ্যান্টনি ফাউসির সঙ্গে অতীতে একসঙ্গে কাজ করেছি। করোনা থেকে কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এই ভ্যাকসিন, আর এটি নিরাপদ। আমি মিডিয়ার সামনেই হয়ত এই ভ্যাকসিন নিতে পারি।"


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم