আজ শিলিগুড়িতে বিমল গুরুং, ভাষণ দেবেন সাড়ে তিন বছর পর

 

প্রায় সাড়ে তিন বছর পর ফের দার্জিলিংয়ে সভা করতে চলেছেন বিমল গুরুং। তবে পাহাড়ে নয়, সমতলে। দার্জিলিং জেলার সমতল এলাকা শিলিগুড়িতে রবিবার মোর্চা নেতা বিমল গুরুং সভা করতে চলেছেন। শনিবার রাতের দার্জিলিং মেল ধরেই রওনা দিয়েছিলেন, কিন্তু আদাবাসীদের অবরোধ কর্মসূচিতে মাঝপথে আটকে পড়ে ট্রেন। ফলে সড়ক পথেই তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন। ফলে আজ এই জনসভায় বিমল গুরুং কি বার্তা দেন তার দিকে তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল। 

গুরুংয়ের এই সভা ঘিরে তেতে উঠেছে সমতল। রবিবার সকাল থেকেই সভাস্থলে বিমল-অনুগামীদের ভিড় ছিল। তবে বেলা বাড়তে ভিড়আরও বাড়ে। এদিনই প্রাক্তন এই মোর্চা প্রধানের শক্তি পরীক্ষা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তাই শনিবার থেকেই বিমলপন্থী মোর্চা নেতাদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। বিমল গুরুংয়ের সহযোগী রোশন গিরি শনিবার সারা দিনই শিলিগুড়িতে থেকে সভার প্রস্তুতি তদারকি করেছেন। 

উল্লেখ্য, প্রায় তিন বছর পর প্রকাশ্যে ‘পলাতক’ আসেন বিমল গুরুং। কলকাতায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বিজেপি নয় শাসকদল তৃণমূলের সঙ্গেই জোট বেঁধে বিধানসভা ভোটে লড়বে গোর্খা জনমুক্তি মোর্চা। আর এতেই বেজায় চটেছিলেন বর্তমান মোর্চা প্রধান বিনয় তামাং সহ অন্যান্য নেতৃত্ব। পরে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন নবান্নতে। কিন্তু ওই বৈঠকে বরফ গলেনি বলেই সূত্রের খবর।

 এরপরই বিমল গুরুংকে নিয়ে পাহাড়ে আশঙ্কার কালো মেঘ দেখা দেয়। তাঁর বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ হয়। আবার বিমলপন্থী অংশ তাঁর সমর্থনে মিছিলও করেন। রোশন গিরি শনিবার বলেন, ‘বিনয় তামাং, অনীত থাপারা পাহাড়কে ধ্বংস করেছে। বিমল ফিরলেই পাহাড়ে উন্নয়ন হবে’। এবার বিমল গুরুং কি বলেন সেটা শুনতে অধীর অপেক্ষায় পাহাড়বাসী। অপরদিকে শিলিগুড়িতে বিমল গুরুংয়ের জনসভার প্রতিবাদ জানিয়ে ভেনাস মোড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে 'জয়বাংলা' নামে একটি অরাজনৈতিক দলের সদস্যদের।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم