দুই সপ্তাহ আগে তৃতীয় পর্যায়ের পরীক্ষার সময় করোনার টিকা নিয়েছিলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ। শনিবার তিনি জানালেন, তিনি করোনায় আক্রান্ত। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। তাঁকে আম্বালার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজেই সেকথা জানিয়ে অনিল বিজ বলেছেন, তাঁর সংস্পর্শে আসা সবাই যেন পরীক্ষা করিয়ে নেন।
৬৭ বছরের এই নেতা গত ২০ অক্টোবর কোভ্যাক্সিনের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আম্বালা ক্যান্টনমেন্ট হাসপাতালে তাঁকে দেশে তৈরি এই টিকা দেওয়া হয়েছিল। তার ভিডিও মন্ত্রী নিজেই পোস্ট করেছিলেন। সেইসঙ্গে তিনি দাবি করেছিলেন, দেশের মধ্যে তিনিই প্রথম টিকা নিলেন। তিনি টিকা নিতে ভয় পাননি। আইসিএমআরের সহযোগিতায় ভারত বায়োটেক এই কোভ্যাক্সিন টিকা তৈরি করছে। তারা প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হয়েছে বলে দাবি করেছে। দেশের ২৫টি কেন্দ্রে ২৬ হাজার স্বেচ্ছাসেবীকে এই টিকা দেওয়া হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback