ব্রিটেনের রানির থেকেও ধনী নারায়ণমূর্তির মেয়ে

ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সম্পত্তি ব্রিটেনের রানি এলিজাবেথের থেকেও বেশি। ব্রিটিশ সংবাদপত্রের এমনই দাবি। তাঁর জামাই ঋষি সুনক এখন সেদেশের অর্থমন্ত্রী। তিনি তাঁর স্ত্রীর এই বিপুল সম্পদের কথা গোপন করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ব্রিটেনে সব মন্ত্রীরই নিজেদের ঘনিষ্ঠ পরিবারের সম্পদের কথা প্রকাশ্যে জানানো বাধ্যতামূলক। 


ওই ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান জানাচ্ছে, অক্ষতার ৪,২০০ কোটি টাকার শেয়ার রয়েছে তাঁর বাবার কোম্পানি ইনফোসিসে। অন্যদিকে, ব্রিটেনের রানির ব্যক্তিগত সম্পদ ৩,৪০০ কোটির। ওই রিপোর্টে বলা হয়েছে, এছাড়াও অক্ষতা ও তাঁর পরিবারের আমাজনের সঙ্গে ভারতে বার্ষিক ৯০ কোটি পাউন্ডের যৌথ বিনিয়োগ রয়েছে। 
 
যে কোম্পানির মাধ্যে লগ্নি হয়েছে সেটিও অক্ষতার বাবার। নীতি অনুযায়ী, সুনকের এইসব তথ্য জানানো বাধ্যতামূলক ছিল। তার জায়গায় শুধুমাত্র ক্যাটামেরান ভেঞ্চার্স নামে একটি ছোট ব্রিটিশ কোম্পানিতে তাঁর স্ত্রীর মালিকানার কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, ইনফোসিসের ০.৯১ শতাংশ শেয়ার অক্ষতার, যার মূল্য ৪৩ কোটি পাউন্ড।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم