হিরের দুল হারিয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। এ নিয়ে টুইটারে ওই দুল খুঁজে পেতে সাহায্য চাইলেন বলিউডে অভিনেত্রী। হারানো হিরের দুল খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এই দুলটি সম্প্রতি মুম্বই এয়ারপোর্টে হারিয়ে ফেলেছেন তিনি। আর একটি তার কাছেই রয়েছে। গত ১৫ বছর ধরে সেই দুল কানে পরতেন তিনি।
তিনি লিখেছেন, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৮ নম্বর গেটে গাড়ি থেকে নেমেছিলাম। এমিরেটসের কাউন্টারে গিয়ে সিকিউরিটি চেক করেছি। সেখানেই কোথাও আমার দুলটি পড়ে গিয়েছে। কেউ যদি খুঁজে দিতে সাহায্য করতে পারেন খুব উপকার হয়। পেলে দয়া করে পুলিশকে জানাবেন আর আমিও পুরস্কৃত করব। এই ম্যাচিং পিসটা আমার কাছে রয়েছে। গত ১৫ বছর ধরে আমি এই দুল জোড়া পরছি। দয়া করে এটি খুঁজে আমাকে সাহায্য করুন। নব্বইয়ের দশকে বলিউডে রাজত্ব করা নায়িকা এখন সিনেমা বেছে বেছে করেন। ২০১৯ সালে ‘এক লাড়কি কো দেখা তো অ্যাসা লাগা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল জুহি চাওলাকে।
إرسال تعليق
Thank You for your important feedback