মডার্না ভ্যাকসিন নিলেন আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

করোনা ভ্যাকসিন নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করতে আগেই ফাইজারের ভ্যাকসিন নিয়েছিলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এবার একই পথে হাঁটলেন আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। তবে ফাইজার নয়, মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি। আমেরিকাবাসীকে ভ্যাকসিন সম্বন্ধে নিশ্চিত করতে মঙ্গলবার টিভিতে একটি লাইভ অনুষ্ঠানেই ভ্যাকসিন নেন কমলা হ্যারিস। গত ২২ ডিসেম্বর পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের ভ্যাকসিন নেওয়ার ঘটনাও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। 
প্রসঙ্গত, করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কায় অনেক আমেরিকাবাসীর মনেই এ নিয়ে সন্দেহ ছিল। তাঁদের নিশ্চিন্ত করতেই প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমেরিকার চার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিটন ও বারাক ওবামাও। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যাকসিন নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم