সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি


একদিনের ম্যাচে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বুধবার সকালে অস্ট্রেলিয়ার ক্যানবেরার মাঠে  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে নেমে ২৩ রান করে তিনি ছুঁয়ে ফেললেন ১২,০০০ রানের মাইলফলক। ইতিমধ্যে এইবারের অস্ট্রেলিয়া সফরে দুটি ম্যাচ খেলে ১১০ রান করেছেন।     

২৪২ ইনিংসের ২৫১টি ম্যাচ খেলে তিনি রেকর্ড ভাঙলেন মাস্টার ব্লাসটার সচিন তেন্ডুলকরের। ৩০০ ইনিংসের ৩০৯টি ম্যাচ খেলে তিনি পৌঁছেছিলেন বারো হাজার (১২০০০) রানে। তেন্ডুলকারের রেকর্ড গড়তে সময় লেগেছিল ১৭ বছর। 

কোহলি ও সচিন এই দুই ভারতীয় বাদেও একদিনের ম্যাচে ১২০০০ রানের গন্ডি পার করেছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৩১৪ ইনিংসে, শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা ৩৩৬ ইনিংসে এবং মাহেলা জয়বর্ধন। যদিও কোহলি মাত্র ৩২ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ বার শতরান করায় ছুঁয়ে ফেলেছেন সচিনের রেকর্ডকে। এইবারের অস্ট্রেলিয়া সফরে ২ ম্যাচ ইতিমধ্যে হেরেছেন কোহলিরা। শেষ ম্যাচে ৩০২ রান করেছে ভারত।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم