মুখ্যসচিব, ডিজিকে দিল্লিতে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে এবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্রকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার মুখ্যসচিব ও ডিজিকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড়। পরে রাজ্যপাল জানান, তিনি বিশদ জবাব পাননি। তারপরই তিনি দিল্লিতে তাঁর রিপোর্ট পাঠিয়ে দেন। সেই রিপোর্টের ভিত্তিতেই আগামী ১৪ নভেম্বর তাঁদের দিল্লিতে ডাকা হয়েছে। 


এদিন রাজ্যপাল সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সংবিধান রক্ষা করার কাজ তাঁর। সংবিধানের পথে চলা মুখ্যমন্ত্রীর কাজ। গণতন্ত্রে সবার সমান অধিকার। মুখ্যমন্ত্রীকে তাঁর অনুরোধ, বাংলা সংস্কৃতি নিয়ে একটু ভাবুন। মুখ্যমন্ত্রী সংবিধানের প্রতীক। তিনি খুব গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী। মানবাধিকার দিবসে কী হল রাজ্যে! যা ঘটল তা গণতন্ত্রে পক্ষে লজ্জার। উনি ক্ষমা চাইলে ওনারই সম্মান বাড়বে। 



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم