রাজ্যে স্বচ্ছ, অবাধ নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে পরিবর্তনের দাবিতে পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। অপরদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মরিয়া। এই পরিস্থিতিতে আবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে ইতিমধ্যেই সন্দেহপ্রকাশ করছেন  বিরোধী নেতানেত্রী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। এবার পশ্চিমবঙ্গে স্বচ্ছ ও অবাধ নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। মামলাটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত ধন্দা। মূলত তিনটি আবেদন রয়েছে এই জনস্বার্থ মামলায়। সেগুলি হল.. 

প্রথমত বিজেপি সহ বিজেপি নেতা-নেত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, রাজ্যে বিজেপি নেতাদের খুনের ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং তার রিপোর্ট দিতে হবে। 

তৃতীয়ত, রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে ব্যবস্থা নিতে হবে, সেইসঙ্গে বিস্তারিত রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি ওই সমস্ত ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। 

উল্লেখ্য, এখনই প্রচার শুরু হয়ে গিয়েছে বিধানসভা ভোটের। এরমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত গোলমালের ঘটনা সামনে আসছে। বুধবার পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপির একটি প্রতিবাদ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার দায় বিজেপি ঠেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপির অভিযোগ, তাঁদের বহু কর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনের মাথা ফেটেছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। ফলে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্য অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم