সেনার তিন বিভাগেই কাজ করা পৃথ্বীপালের সেঞ্চুরি

প্রথম বিশ্বযুদ্ধ সময়টা ১৯২০, এক শিখ পরিবারে জন্ম হয় জওয়ান পৃথ্বীপাল সিংয়ের। পড়াশুনো দিব্যি চলছিল হঠাৎ খেয়াল চাপল যুদ্ধে যেতে হবে। বাড়ির সবার প্রবল অনিচ্ছা সত্বেও যোগ দেন ব্রিটিশ সেনায়।| প্রথমে নৌ সেনায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধেন যোগ দিলেন করাচির পাইলট অফিসার হিসাবে। সে ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা, পরে শোনা যায় ফের আসেন নৌ সেনায়। সবশেষে স্বাধীন ভারতের আর্মির গানার অফিসার হিসাবে শেষ করেন তাঁর চাকরি জীবন। অবশ্য অনেকদিন কাজ করেছেন আর্মির দায়িত্ব নিয়ে।


তবে স্বাধীন ভারতের হয়ে যুদ্ধই তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজ বলেই মনে করেন পৃথ্বী। শুক্রবার তাঁর ১০০ বছর পূর্ণ হল। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, দীর্ঘদিন বেঁচে থাকতে গেলে শরীরের উপর অত্যাচার করা চলবে না। সেনাবাহিনীতে থাকার ফলে নিয়মানুবর্তিতা তাঁর সঙ্গী। তাই দীর্ঘ জীবন। না তাঁর কোনও কোমরবিটি জাতীয় রোগ নেই। এইভাবেই যে কটাদিন চালিয়ে দেওয়া যায় |          

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم