নিজের গড় কাঁথিতে আজ শুভেন্দুর মহামিছিল ও সভা


 বিজেপিতে যোগদানের পর বৃহস্পতিবার প্রথমবার নিজের খাসতালুক নন্দীগ্রামে কর্মসূচি করছেন শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে এক বিশাল মিছিল করতে চলেছেন তিনি, তার পর করবেন জনসভা। এদিন সকাল থেকেই ঘরের ছেলেকে বরন করে নিতে তুমুল প্রস্তুতি নিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বেলা একটা থেকে শুরু হবে মহামিছিল। কাঁথি-মেচেদা বাইপাস থেকে মিছিল শুরু হয়ে রাজাবাজার হয়ে কলেজ রোড ধরে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যাবে মিছিল। পথে মিছিলটি শুভেন্দুর বাড়ির পাশ থেকেও যাবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। 


স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এদিনের মিছিলে কমপক্ষে ৩৫ থেকে ৪০ হাজার মানুষ অংশ নিতে চলেছেন। দাদার অনুগামীরাও কোমর বাঁধছেন মিছিল ও জনসভাকে সম্পূর্ণ করতে। মিছিলের। শেষে কাঁথি বাসস্টান্ডের কাছে একটি মাঠে হবে জনসভা। বিজেপি নেতা হিসেবে নিজের শহর কাঁথিতে এটাই প্রথম সভা শুভেন্দুর। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের শীর্ষনেতা ফিরহাদ হাকিম কাঁথিতে এক সভায় এসে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক ও মীরজাফর বলে আক্রমণ করে গিয়েছেন। এদিন তাঁদের কোনও জবাব  দেন কিনা তার দিকেই তাঁকিয়ে বাংলার মানুষ।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم