আজকাল ফিল্মি দুনিয়ায় বেশ নিয়মিত বিয়ে হচ্ছে
শিল্পীর সাথে শিল্পীর, কলকাতা, মুম্বই হায়দরাবাদ সর্বত্রই তবে অনেকেই হবু
বিবাহিত জীবনটাকে মানিয়ে চলার জন্য লিভ ইন করছেন অনেকটা বড়ো ম্যাচ খেলার
আগে নেট প্রাকটিসের মতো। কিন্তু একসাথে অনেকটা সময় কাটানোর পর ঋষি পুত্র
রণবীর কাপুর এবং নায়িকা আলিয়া ভাট ২০২১ এ বিয়ে করবেন ঠিকই করে ফেলেছেন
এবং শোনা যাচ্ছে বুধবারই রাজস্থানের রণথাম্বরে তাদের এনগেজমেন্ট বা বাগদান।
এদিন সকালেই রণবীরকে সপরিবারে মুম্বই বিমানবন্দরে দেখা গেল।
রণথম্বড়ের
৫ তারা আমন হোটেলে উঠছেন তাঁরা। রণবীর আলিয়ার সাথে রয়েছেন নিতু সিং, ঋষি
কন্যা ঋদ্ধিমা। অবাক করা বিষয় রয়েছেন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা
দীপিকা পাডুকোন, রণবীর সিংহও রয়েছেন। অবশ্য আরও অতিথি আছেন, আসছেন একে একে
যথা পরিচালক করন জোহর। জোহার এখন মুম্বাইতে নেই, শুটিংয়ে গোয়া গিয়েছেন।
তবে বিকেলের বিমানে চলে আসছেন রাজস্থানে।
إرسال تعليق
Thank You for your important feedback